রাঙামাটিতে জেলা পরিষদ বাজার ফান্ড এলাকার আওতাভুক্ত বন্দোবস্তীকৃত জমির হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিষ্ট্রেশন অফিস কর্তৃক রেজিষ্ট্রেশন কার্যক্রম আগামী ৪৮ ঘন্টার মধ্যে চালু করার ব্যবস্থা করা না হলে মানববন্ধন, নসার্টডাউন, হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দিয়েছেন বাজার ফান্ড ভূমি সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
শনিবার সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি শহরের বনরুপাস্থ আয়োজন রেস্তোরাঁয় বাজার ফান্ড ভূমি সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,ভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম আহবায়ক মুজিবুল হক মুজিব,আব্দুল কুদ্দুছ, দুপ্রক’র (সাবেক) সভাপতি ওমর ফারুক, রাঙামাটি চেম্বারের অব কমার্সের পরিচালক দীল বাহাদুর রায়, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, অটোরিকসা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, কাঠ ব্যবসায়ি সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মোঃ মমতাজ মিয়া, ট্রাক চালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ,তবলছড়ি ব্যবসায়িসমিতির সভাপতি আব্দুল করিম, বনরুপা ব্যবসায়ি সমিতির সভাপতি জসিম উদ্দিন,ব্যবসায়ি নেতা কামাল হোসেন,বরুন রায়সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রাঙামাটির বাজার ফান্ড ভূমি সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ বলেন,অবিলম্বে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে কঠোর আন্দোলনে যাবো আমরা। দীর্ঘ ৬ বছর যাবৎ বাজার ফান্ডের কার্যক্রম বন্ধ থাকার কারনে চরম সমস্যায় পড়েছে স্থানীয় লোকজন ও ব্যবসায়িরা।এই অবসান থেকে পরিত্রাণ চায় ব্যবসায়িরা।


















