রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হয়েছেন।
আজ বিকালে রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় রাঙামাটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। এসময় রাঙামাটির উন্নয়নে নতুন জেলা প্রশাসককে সহযোগিতা করতে সাংবাদিকদের আহবান জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, দেশের ৬৩ জেলার চেয়ে ভিন্ন জেলা রাঙামাটি। এখানকার পরিবেশ, কৃষ্টি কালচার সমতলের মত নয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছে। এখানে সম্প্রদায়িক সম্প্রতি মাথায় রেখে কাজ করতে হয়।
তিনি আরো বলেন, রাঙামাটি জেলায় চাকরি না করলে পাহাড়ের অভিজ্ঞতা অজানা থেকে যাবে। আমি জেলা প্রশাসক হিসেবে দুই- আড়াই বছর এখানে ছিলাম। জানিনা রাঙামাটির জন্য কতটুকু উন্নয়ন করতে পেরেছি। তবে সব কিছু মিলিয়ে ভালোই কাটেছে দিনগুলোা। নতুন জেলা প্রশাসক যিনি আসছেন সেও অনেক ভাল। রাঙামাটির উন্নয়নে তাকে আপনারা সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি সএং চাকমা, সহ সভাপতি হেফাজতুল বারী সবুজ, সাধারণ সম্পাদক এম, কামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক চৌধুরী হারুন অর রশীদ, কার্যনির্বাহী সদস্য জিয়াউর রহমান জুয়েল ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ সহ আরো অনেকে।