রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে অবৈধভাবে পাচারকালে ৩ শত লিটার দেশীয় তৈরী মদ জব্দ করা হয়েছে।
সেই সাথে মদ পাচারের অভিযোগে ২ জনকে আটক করা হয় এবং ১ টি পিকআপ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় কাপ্তাই উপজেলা সদরের কাপ্তাই – চট্টগ্রাম সড়কের বড়ইছড়ি মৎস্য চেক পোস্টের সামনে কাপ্তাই থানা পুলিশ এর উপ পরিদর্শক ( এসআই) মো: ইমাম উদ্দিন সঙ্গীয় পুলিশ সহ এই অভিযান পরিচালনা করে।
এসময় ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা হতে চট্টগ্রাম এর উদ্যেশ্যে অবৈধ ভাবে দেশীয় মদ পাচারকালে সন্দেহভাজন একটি পিকআপকে আটক করা হয়।
এ সময় পিক আপ হতে ৮ টি বস্তায় ৩ শত লিটার মদ জব্দ, ২ জনকে আটক এবং ১ টি পিক আপ জব্দ করা হয় বলে জানান, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।
আটককৃত রবিউল হোসেন( হৃদয়) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে এবং অপরজন আকিব হোসেন একই উপজেলার আলম সেক্রেটারি বাড়ির মো: রফিক এর ছেলে বলে জানান ওসি।
এসময় পুলিশ এর উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যান।
উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে পুলিশ জানান ।
এ বিষয়ে থানার এসআই ইমাম উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করেন।
আসামী দুজনকে শনিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাপ্তাই থানা ওসি জসিম উদ্দিন।