রাঙামাটির কাপ্তাই শিলছড়ি হাজির টেকে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালির পড হাউস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন, পরিচালক মোঃ সরোয়ার, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও চট্টগ্রাম ট্যুরিস্ট গ্যাং এডমিন সাকিব নাবিল।
প্রসঙ্গতঃ থাইল্যান্ড ও মালেশিয়ার পর্যটন কেন্দ্রের আদলে কাপ্তাইয়ের অপরূপ কর্ণফুলী নদীর কোল ঘেঁষে সম্প্রতি তৈরি করা হয়েছে ৯টি সুসজ্জিত নিসর্গ পড হাউজ।