ঝুলন দত্ত, কাপ্তাই।
আগামী ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপী একদিনে ১ কোটি করোনার টিকা দেবার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশক্রমে কাপ্তাই উপজেলার দূর্গম অঞ্চলগুলোতেও সড়ক প্রচার চালিয়ে যাচ্ছেন কাপ্তাই তথ্য অফিস।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, প্রচারের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১০ টা হতে সন্ধ্যা অবধি ২ নং রাইখালী ইউনিয়ন এর দূর্গম ডংনালা মারমা পাড়া, কন্তাকাটা, পূর্ব কোদালা, বড়খোলাপাড়ায় এই সড়ক প্রচার চালানো হয়।
কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম, সাইন অপারেটর মোঃ শামসুদ্দিন এই প্রচার কার্যক্রমে অংশ নেন।