রাঙামাটি শহরে মরা মহিষের মাংস বিক্রির অপরাধে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে দেবাশষ নগরের এলজিইডি অফিসের সামনে চট্টগ্রাম থেকে এনে ২টি মৃত মহিষের মাংস বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। প্রায় দেড় মণ মাংস জব্দ করে রাঙামাটি পৌরসভার সহায়তায় মাটিতে পুঁতে ফেলা হয়।
এ ধরণের অপরাধ পরবর্তীতে পুনরাবৃত্তি না করে এ জন্য আসামীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। আসামীরা খাগড়ছড়ি সদর এর বাসিন্দা।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর জনাব কালায়ন চাকমা, স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস; স্যানিটারি ইন্সপেক্টর, পৌরসভা ; জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং কোতোয়ালি থানার ওসি পুলিশ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব বিজয় কুমার জোয়ার্দার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।