বাঘাইছড়ি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ২৫ জন প্রধান শিক্ষকের ১৪ দিন ব্যাপী লিডারশীপ প্রশিক্ষণ চলছে। উপজেলা রিসোর্স সেন্টারে ৮ জুলাই শুরু হওয়া এই প্রশিক্ষণ ২১ জুলাই পর্যন্ত ধারাবাহিক ভাবে চলবে।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পেশাগত উন্নয়নে ধারাবাহিকতার জন্য প্রধান শিক্ষকদের এই লিডারশীপ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের প্রথম ব্যাচে বাঘাইছড়ি উপজেলার ২৫ জন প্রধান শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন।
তারা সকলেই এই প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং এই জ্ঞান প্রয়োগ করে প্রাথমিক বিদ্যালয় সমূহে শিশুদের মান সম্মত শিক্ষা নিশ্চিত করবেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)শাহিন আল মামূন ও উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক মোঃ বিল্লাল গণি।