স্বৈরাচারী সরকারের পতনে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীবৃন্দ ও ইন্টার্ন চিকিৎসকরা সোমবার বিকাল সাড়ে ৫টায় ইন্টার্ন ডাক্তার মোঃ ইসমাইলের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এসে শেষ করা হয়।
এ সময় হাসপাতাল এলাকার বিক্ষুব্ধ এলাকাবাসীও ইন্টার্ন চিকিৎসকদের সাথে উক্ত মিছিলে অংশগ্রহন করে।
ইন্টার্ন ডাক্তার মোঃ ইসমাইল বলেন, গত ১৬ জুলাই রাঙামাটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে সাধারন শিক্ষার্থীরা কোটা সংস্কার ও সারাদেশে নির্বিচারে সাধারন ছাত্র-ছাত্রীদের উপর গুলি করার প্রতিবাদে মানববন্ধন করে।এ সময় ছাত্রলীগ সন্ত্রাসীরা সাধারন শিক্ষার্থী,শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অরাজকতা সৃষ্টি করেছিলো।
মেডিকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শেষে হোস্টেলে ফিরে যাওয়ার সময় রাঙ্গামাটি মেডিকেল হতে সদ্য পাশকৃত ডা.তন্ময়ের ইন্ধনে এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আয়াত শরীফ সিরাজের নেতৃত্বে বহিরাগত ছাত্রলীগ সন্ত্রাসীরা ইট পাটকেল নিক্ষেপ করে।এতে করে অনেকেই আহত হয় এবং মেডিকেল শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে।ঐ স্বৈরাচারী সরকারের আমলে আমরা বিচার পাইনি।তাই আমরা আজকে শান্তিপূর্ন মিছিলের মাধ্যমে উক্ত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই দোষী শিক্ষার্থীদের বিচার হোক। আনন্দ মিছিলকারীরা বলেন, এই বিজয় এদেশের সাধারন ছাত্রজনতার ও নিরীহ মানুষের।