খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এ মামলায় দীঘিনালা উপজেলার ৫৫ আওয়ামী লীগের নেতাকর্মী আসামি হয়েছেন।
বৃহস্পতিবার (১৫) আগষ্ট সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা ৫১৬ জনের নাম উল্লেখ করা হলেও আরো অন্তত ২৮৪ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলায় দীঘিনালার কে এম ইসমাইল হোসেন, আবুল কাশেম, মোঃ নাছির, মোঃ ফারুক, মোঃ সাজ্জাত, ফজলুল, সৈয়দ, গোলজার হোসেন, আক্তার হোসেন, সাজ্জাদ হোসেন, কাউছারসহ দীঘিনালার ৫৫ আওয়ামী লীগের নেতাকর্মী আসামি রয়েছেন।
উল্লেখ যে, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন ঘীরে গত ৪ আগষ্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের টানা প্রায় ৫ ঘন্টা ব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।