খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই কিশোরের সন্ধান দুইদিনেও মিলেনি। তাদের উদ্বারে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত উদ্বার অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সর্ভিস বিভাগের ডুবুরী দল ও স্থানীয়রা।
আজ শুক্রবার দুপুর দুইটায় ফেনী নদীতে দুই ঘন্টার উদ্বার অভিযান শেষে নিখোঁজদের মরদেহের কোন সন্ধান না পেয়ে অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন ফায়ার সার্ভিস এর চট্টগ্রাম আগ্রবাদ এর ডুবুরী দলের সাব অফিসার মো: জসিম উদ্দন।
তিনি জানান, প্রচণ্ড শ্রোত আর বালির কারনে অভিযান পরিচালনা করতে বেগপেতে হয়। তিনি স্হানীয় নদীর তীর পাহাড়া দেয়ার এবং লাশ দেখাগেলে তাদের খবর দেয়ার কথা জানান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় উদ্বার অভিযান শুরু করার কথা থাকলেও বোট না পাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বোট সংগ্রহ করে নিয়ে আসলে দুপুর ১২টায় উদ্বার অভিযান শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত।
রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে বুধবার বিকেল ৩টায় বল্টুরাম টিলা এলাকায় মো: নয়ন (১২) এবং বৃহস্পতিবার বিকেল ৪টায় ফেনীরকুলের নামার চর এলাকায় বাদশা (১৬) নদীতে ডুবে যায়।
প্রসঙ্গত, স্মরনকালের ভয়াবহ বন্যার পর গত ৩/৪দিন রাত দিন শতশত মানুষ রামগড়ের ফেনীরকুল এলাকার নামার চর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছধরে আসছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে হাটহাজারী, ফটিকছড়ি, ফেনীসহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন কয়েক হাজার সৌখিন এবং পেশাদার মৎস্য শিকারী ফেনী নদীতে মাছ ধরতে জড়ে হয়।