জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে ১৫দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খাল-জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশনা অনুযায়ী রাঙ্গাপানি বরাবিল জলাশয় পরিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙামাটি জেলার উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহানের সার্বিক তত্ত্ববধানে যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত আত্মকর্মী আর্য্যদ্বীপ চাকমার মাছ চাষের জলাশয়টি পরিষ্কার করা হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ফকির, সদর উপজেলা কর্মকর্তা তালুকদার, প্রশিক্ষক মো. ইকবাল হোসেন, শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবক সজীব চাকমা, তাঁতী কল্যাণ সমিতির সভাপতি হাসিনা বেগম, যুব উন্নয়নের কর্মকর্তা-কর্মচারী, চলতি ব্যাচের প্রশিক্ষণার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতা রাখা হলে এশিয়ার বৃহত্তর কাপ্তাই হ্রদ দূষণমুক্ত থাকবে। হ্রদের মাছগুলো দ্রুত বাড়বে। এসব জলশয়ের কারনে দিন দিন হ্রদের পানি দূর্ষিত হচ্ছে। এছাড়াও হ্রদে ময়লা-আবর্জনা মলমুত্র প্রতিদিন নির্গত হয়ে জলাশয় সৃষ্টি হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে আমাদের সকলকে সচেতন হতে হবে।