শনিবার, মার্চ ২৫News That Matters

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ আটক

শেয়ার করুন:

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রশিক্ষণ টিলা চারকিলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে বিজিবি মারিশ্যা জোন।

২৭ ফেব্রুয়ারী শনিবার রাত ৯ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি আর্টিলারী, এর নির্দেশে প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য এই অভিযান চালায় ।

বিজিবির অভিযান টের পেয়ে কাঠ চোরাকারবারি চক্রদের সদস্যরা পালিয়ে গেলে চারকিলো মেরুং সড়কের আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল ও রদ্দা দুইশত পিচ কাঠ আটক করে।

আটককৃত কাঠের পরিমাণ ১৫২ ঘনফুট যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৩১ হাজার ২৫০ টাকা বলে জানায় বিজিবি। এছাড়াও কাঠ পাচার রোধে বিজিবির এই অভিযান নিয়মিত চলবে বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *