রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় নিজ এলাকা রিজার্ভ বাজারে সংবর্ধনা পেলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও নিউ রাঙামাটি জামে মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর।
সোমবার রাতে নবনির্মিত নিউ রাঙামাটি জামে মসজিদ মার্কেট প্রাঙনে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিভিন্ন সংগঠন থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নিউ রাঙামাটি জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ¦ আবুল মনছুর ওবায়দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসীন রানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, আপার রাঙামাটি বাজার চৌধুরী মোঃ মোস্তফা কামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার, জেলা গাউছিয়া কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, মমতাজ উদ্দিন, ব্যবসায়ী নেতা সাব্বির আহমেদ ওসমানী, মুশফিকুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির অফিস সচিব মোঃ হান্নান।
এসময় সংবর্ধিত অতিথি হাজী মোঃ মুছা মাতব্বর আবেগ আপ্লুত হয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মানুষের দোয়া না থাকলে সম্মানের জায়গায় পৌছানো যায় না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে, মানুষের উপকারে আসতে। রিজার্ভ বাজার আমার জন্মস্থান। আমি আমার জন্মস্থানের উন্নয়নে, মানুষের সুখে দু:খে সবসময় পাশে ছিলাম, ইনশাআল্লাহ থাকব।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বক্তব্যে বলেন, হাজী মোঃ মুছা মাতব্বর একজন পরোপকারী ও জনদরদী নেতা। তিনি করোনাকালে যেভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা যুগ যুগ মানুষ মনে রাখবে। তারপরও যেকোন প্রয়োজনে তাকে কাছে পাওয়া যায়। এমন পরোপকারী মানুষটি আরো সফল হবে এমনটিই প্রত্যাশা করেন বক্তারা।