বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পার্বত্য জেলার জনপ্রিয় অনলাইন ‘পাহাড়ের খবর’-এ প্রকাশিত “বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সাত নেতা।
এক লিখিত বিবৃতিতে তারা অভিযোগ করেছেন যে, তাদের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে। প্রতিবাদকারীরা দাবি করেন, সংবাদে উল্লেখিত অভিযোগ সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি করার চেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদীতভাবে রাজনৈতিক, সামাজিক- ব্যক্তিগত হয়রানী। তার শশুড় বাড়ির স্থান উল্লেখ পূর্বক অভিযোগকৃত যে বাড়ির কথা উল্লেখ করা হয়েছে সে বাড়ির স্বপরিবার আওয়ামীলীগ। দীর্ঘদিন যাবত ঐ বাড়িতে অজ্ঞাত এক ব্যক্তির আনাগুনা দেখে এলাকাবাসী সন্দেহ করে ও বিএনপির নেতাকর্মীরা বিষয়টা জানতে পারে। জানা যায় ঐ অজ্ঞাত ব্যক্তির নাম জয়নাল আবেদীন পরান (সিঃ সহ সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ)। সে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার ঘর ভাঙ্গা মামলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ একাধিক মামলার আসামী। এসব জানার পর তা যাচাইয়ের জন্য দলীয় নেতাকর্মী গেলে ঐ বাড়ির প্রধান কর্তা নাছির উদ্দীনের বোন জামাই নাছির উদ্দীনকে ফোন করে এবং নাছির উদ্দীন এসে উপস্থিত সকলকে চলে যাওয়ার অনুরোধ করেন। তার কথা মতো সকলে স্থান ত্যাগ করে এবং তাকে আত্মীয়তার পরিচয় দিয়ে আর কোন আওয়ামীলীগের লোকজনকে আশ্রয় না দেয়ার অনুরোধ করা হয়। সেখানে কোন চাঁদাবাজি বা ভাংচুরের ঘটনা ঘটেনি।
প্রতিবাদে স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য নুর কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা।