সারা দেশে চলমান অভিযান ডেভিল হান্ট এর অংশ হিসেবে রাঙামাটিতে ও চলছে বিশেষ অভিযান। ওই অভিযানে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগঠক মোঃ সাইদুজ্জামান পাপ্পুকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় শহরের বনরুপাস্থ কাটা পাহাড় এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
কোতয়ালী থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট অংশ হিসেবে বিশেষ অভিযানে শহরের কাটা পাহাড় থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগঠক।