বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি বাঘাইছড়ি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁতি দলের নেতৃবৃন্দ ও বিএনপি’র স্থানীয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা তাঁতি দলের সভাপতি রনেল বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি নিজাম উদ্দিন বাবু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী এত সতস্ফুর্ত ভাবে পালন করতে পারিনি। আজকে অনেক আনন্দময় পরিবেশে তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। কিন্তু আমার দুঃখ লাগে দলের দুঃসময়ে যারা দলের জন্য অনেক পরিশ্রম করে, ত্যাগ শিকার করে তাদের কে আমরা সু-সময়ে ভূলে যাই। আমরা অনেকেই আমাদের ইচ্ছে মত কাজ করি, আমাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের জন্য নিজেরা নিজেরা মারামারি করি যা দুঃখজনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ খাজা, বিএনপি রাঙ্গামাটি জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বাঘাইছড়ি পৌর তাঁতি দলের সভাপতি মোঃ খিজির আহমদ, বাঘাইছড়ি পৌর তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বিএনপি রাঙ্গামাটি জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, আগামীর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি থেকে দূরে থাকার আহ্বান জানান।
এসময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ খাজা, তারেক রহমানের নির্দেশ মোতাবেক অবৈধ মাদকদ্রব্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন কেলেঙ্কারি থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে, সকলকে সততা ও ন্যায়ের পথে থাকার পরামর্শ দেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা তাঁতি দলের ভূমিকা ও অর্জন সম্পর্কে আলোকপাত করেন এবং দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে তাঁদের অবদান তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।