বর্তমান উপদেষ্টা পরিষদ কারো ইশারায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিচ্ছে না- বলে অভিযোগ তুলেছেন রাঙামাটি জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিম। তিনি বলেন- আমরা জানি না কার ইশারায় বর্তমান উপদেষ্টা পরিষদ আমাদের নেতাকে মুক্তি দিচ্ছে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-আগামী এক সপ্তাহের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। না দিলে আপনারা শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না। এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এটিএম আজহারকে কারাগার থেকে মুক্ত করে আনবো’।
আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটিতে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি ।
অধ্যাপক আলিম আরও বলেন- এদেশ যারা ইসলামের কথা বলে, যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পর্যায়ক্রমে টার্গেট পূরণ করেছে।
তিনি বলেন- ‘আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনার আওয়ামী ফ্যাসিস্ট ছাত্র লীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও রাজপথে, অলিতে-গলিতে বুক ফুলিয়ে হাঁটে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই এভাবে যদি হাসিনার দোসরদেরকে রাজপথে হাঁটতে দেন, তাহলে প্রশাসনের কর্তাব্যক্তিদের এর দায় নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে উচিত শাস্তির ব্যবস্থা করুন’।
বিকেলে শহরের পৌরসভার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমুহনী এসে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ করে দলটি।
সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মনছুরুল হক, জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিবির সভাপতি শহিদুল ইসলাম সাফি, পৌর জামায়াতের আমির মোঃ মাইনুদ্দিনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।