শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের দিক নির্দেশনায় তিন পার্বত্য জেলা সহ ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

রাঙামাটি:

আজ শুক্রবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ৮ টায় শহরের প্রেস ক্লাব মোড় থেকে র‌্যালী নিয়ে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, সুবিধা বঞ্চিত শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে পিসিসিপি রাঙামাটি জেলা শাখা। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় শহরের বনরূপায় একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পাবত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা মো. কামাল উদ্দীন, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, পিসিসিপি  রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইসমাইল, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পিসিসিপি নেতা আরমান, ইলিয়াস, নুর হোসেন, প্রমুখ।

খাগড়াছড়ি: ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সকাল ৮ টায় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দারুল আইতাম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যাতে তারা শিক্ষার পথকে আরো সুগম করতে পারে। জ্ঞানচর্চার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে পৌঁছতে পারে তাই পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা এই উদ্যোগ গ্রহণ করে।

এতে উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সোহেল রানা, সি: সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী প্রমুখ।

বান্দরবান:

বান্দরবানের টংগাবতি আরুং আনৈই ম্রো ছাত্রাবাসে পিসিসিপি বান্দরবান জেলা শাখার শিক্ষা সহায়তা উপকরণ উপহার বিতরণ। হারিয়ে যাওয়া ম্রো ভাষা সংরক্ষন ও ম্রো শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে ম্রো লেখক ইয়াং ইয়াং ম্রো এর তৈরি করা বান্দরবানের টংগাবতি ইউনিয়নে ‘আরুং আনৈই’ স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ উপহার দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।


আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ (শুক্রুবার) বেলা ১১ ঘটিকার সময় শিক্ষা উপকরণ বিতরন করে পিসিসিপি। এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি মো. আসিফ ইকবাল, পিসিসিপি বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক মো. তানভির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ।

ঢাকা মহানগর:

পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যােগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সভাপতি রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান প্রমুখ।

চট্টগ্রাম মহানগর:

পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যােগে চক বাজার প্যারেড ময়দানে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা জানান মহানগর শাখার সহ- সাধারণ ফাহাদ আনজুম রাতুল ও সহ-সাংগঠনিক সম্পাদক সাকিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

পিসিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যােগে চবি ক্যাম্পাসে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিসিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ, প্রচার সম্পাদক তারেক মনোয়ার, অর্থ সম্পাদক দিদার আলি সরকার, ছাত্রী বিষয়ক সম্পাদক মোহসেনা মজীদ, উপ ধর্ম সম্পাদক আবু আয়াজ, পিসিসিপি চবি শাখার সদস্য
তানজিদুর রহমান, আলামিন, মোঃ রাসেল সরকার প্রমুখ।

এছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায়ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পিসিসিপি’র উপজেলা ইউনিটের নেতৃবৃন্দরা।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটি দিন। এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস । বিগত এক দশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারা বিশ্বে। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায় বাঙালি জাতির জন্য এই দিনটি বাড়তি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিতভাবেই। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুন ভাষার জন্য শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্যাম্পাসেও দেশ প্রেমিক সকল শিক্ষার্থীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সক্রীয় ভূমিকা পালন করবে বলে জানান।

উল্লেখ্য মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অসহায় পথচারীদের মাঝে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুপুরের খাবার বিতরণ করে পিসিসিপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: