খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী রামগড় সরকারী ডিগ্রী কলেজ প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি হাছান শরীফ (২৩) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার তৈছালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো: ফারুক এর ছেলে।
রামগড় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরিফ গত ২ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গর্জনতলী এলাকার একব্যক্তির নিকট ছাত্রজনতার আন্দোলন থামানোর অযুহাতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ৪ আগস্ট বিকালে দক্ষিণ গর্জনতলী বাদীর বসত বাড়ীতে দলবল নিয়ে শসস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট চালায় । এ সময় বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি রামগড় থানায় মামলা করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজে হামলায় জড়িত মর্মে শনাক্ত হওয়ায় প্রযুক্তির সহায়তায় হাসান শরীফকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।