‘অধিকার, সমতা ও ক্ষমতায়ন নারী, কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে নানা আয়োজন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শনিবার ( ৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর যৌথ আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় দিবসটি পালন করা হয়েছে। জেলা পরিষদ ও ERRE- CHT- UNDP- যৌথভাবে বাস্তবায়নাধীন EGEIE প্রকল্প পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দিবসটি একযোগে পালন করে।
উপজেলা কনফারেন্স রুমে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাংবাদিক অসীম চাকমা, ইউম্যান এন্ড এমপাওয়ারম্যান টড ইনক্লসিভ এডুকেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার চন্দন ত্রিপুরা,উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা (কালো), জাতীয় মহিলা সংস্থা” র কাম কম্পিউটার অপারেটর সাধন তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরে মো.আনিস প্রমূখ। সঞ্চালনায় রুবেল বড়ুয়া।
অন্যদিকে একইভাবে এর আগে সকাল ৯ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এবং আশিকা কর্তৃক র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুম সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বিভূতি ভুষন চাকমা,সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা, হিলফ্লাওয়ার এনজিওর সংস্থার প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, সাংবাদিক অসীম চাকমা, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা, আশিকার ইয়ুথ গ্রুপের সভাপতি থুইপ্রু মার্মা ( আকাশ) এবং শীলা চাকমা প্রমূখ।