রাঙামাটির কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. ফাহিমকে অবশেষে গ্রেপ্তার করেছে রাঙামাটি জেলা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। আজ বুধবার বিকেলে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফাহিম (২৫) কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আনোয়ারের ছেলে।
এর আগে, গত ১৭ এপ্রিল রাতে ফাহিম তার বাড়িতে ভাড়া থাকা ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে। বাঁধা দিলে সে মারধর করে আহত করে তরুণীকে। পরবর্তীতে ওই মারমা তরুণী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা গ্রহণ করে এবং তাকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। মামলার এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেন, এর আগেও ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় আসামী ফাহিম তাকে একাধিকবার ধর্ষণ করেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিমকে গ্রেপ্তার করতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। আজ বুধবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কদম রসূল এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা ইতোমধ্যে আসামীকে কাউখালী থানায় নিয়ে যাচ্ছি। পরর্বতীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।