রাঙামাটি হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ পরিষদের উদ্যোগে তিন পার্বত্য জেলার উজ্জল নক্ষত্র হোমিওপ্যাথিক ডাক্তার রুপম দেওয়ানের জন্ম দিবস উযাপন করা হয়। রাঙামাটি সমতাঘাট সংলগ্ন জ্ঞানো লাল সম্প্রাইরোটি চেংঙ্গিস খাঁন ভবনে হোমিও চিকিৎসকদের কার্যালয়ে এই প্রবীণ চিকিৎসকের জন্ম দিবস পালিত হয়।
মহান শুভ বৈশাখী পূর্ণিমা মহা মানব গৌতম বুদ্ধের জন্ম-মৃত্যু ও বুদ্ধত্ব লাভ। এই তারিখে এই দিনে আমাদের পরম শ্রদ্ধেয় ডাঃ রুপম দেওয়ানের জন্ম দিন উদযাপন করা হয়। তিনি এক সময় বাংলাদেশ হোমিওপ্যাথিক এসোশিয়েশনে সুদীর্ঘ ১৯৯০ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত সভাপতি ছিলেন। ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথিকের এখন সভাপতি আছেন। বর্তমানে তারই উত্তরসূরী ডাক্তার বকুল বিকাশ দেওয়ান রাঙামাটি হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ডাক্তার মুশফিকুর রহমান। সহ-সভাপতি ডাঃ বিবেকান্দ রায়। এই প্রখ্যাত ডাক্তারের জন্ম দিনের অনুষ্ঠানে সার্বিকভাবে কঠোর পরিশ্রম করেন ডাঃ টুনটনসহ আরো অনেকে।
রাঙামাটি হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, ডাঃ রুপন দেওয়ানকে রাঙামাটির হ্যানিম্যান বলে আখ্যায়িত করেছেন ডাক্তার আযহার আলী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য। আর ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি সভাপতি ঢাকার প্রয়াত ডাক্তার মোশারফ হোসেন। তিনি বলে গেছেন, পার্বত্য চট্টগ্রামের ডাঃ রুপম দেওয়ান দক্ষিণ বাংলার প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক উপাধি দিয়ে গেছেন। তাই ডাক্তার রুপম দেওয়ান তিন পার্বত্য জেলার একজন হোমিও জগতের উজ্জল নক্ষত্র। এসময় রাঙামাটি জেলার হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।