ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি
শ্রদ্ধা আর ভালবাসায় শেষ বিদায় জানানো হয়েছে বাঘাইছড়ি মুখ ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ উপালী মহাথেরকে। বর্ষীয় এ বুদ্ধ ভিক্ষু গত ১৭ জানুয়ারী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
শুক্রবার ভিক্ষুর অন্ত্যষ্টিক্রিয়া উপজেলার প্রায় ১০ হাজার অধিক মানুষ বাঘাইছড়ি মুখ ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহার মাঠে উপস্থিত হয়ে ভান্তেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহামান্য সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের এর সভাপতিত্বে অন্ত্যষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা।
প্রসঙ্গত উপালী মহাথের দীর্ঘ ৩৩ বছর টানা বাঘাইছড়ি মুখ ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অন্ত্যষ্টিক্রিয়ায় পঞ্চশীল গ্রহণ ও মঙ্গলসূত্র পাঠ শেষে ভান্তের দেহবাশেষ গাড়ী টানাটানি উৎসবের আমেজে আতশবাজির মাধ্যমে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।