খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নিলয় চৌধুরী (৪০) ওরফে ঈগলু’কে আটক করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার থানা পাড়া বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম থানা পাড়ার মৃত বাবুল চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নিলয় চৌধুরী (৪০) দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। দীঘিনালা থানায় গত বছরের ২৩ আগষ্ট একটি মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেফতার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, আজ রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।