রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশ বিভাগের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের নিয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ের রেশম বাগান চেকপোস্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) জয় দেব গোপাল নাথ, কাপ্তাই ট্রাফিক সার্জন মোঃ নোমান, এটিএসআই গৌতম রায়, এটিএসআই শাহাদাৎ হোসেন বক্তব্য দেন।
এসময় কাপ্তাই সড়কের বিভিন্ন পরিবহনের চালক এবং সহকারি সহ ২০ জন এই কর্মশালায় অংশ নেন।
উক্ত কর্মশালায় উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা, প্রশিক্ষণে অংশগ্রহনকারী পরিবহন চালক ও সহকারীদের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামুলক পরামর্শ প্রদান করেন এবং করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাত্রীদের সেবা দিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।