রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় কুক্যাছড়ি পাড়া পরিদর্শন কালে এক মতবিনিময় সভা পাড়ার গীর্জায় অনুষ্ঠিত হয়।
(২৬ শে মে) সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান। অনিক খিয়াং এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক উপদেষ্টা,পাইথুইঅং খিয়াং, পিতর খিয়াং,চিংসাপ্রু খিয়াং, খিয়াং কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ অজয় খিয়াং,রনি খিয়াং।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির নেতা ও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলেমান, জেলা বিএনপির সদস্য, মিশাচিং মারমা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলন, উপজেলা কৃষকদলের সভাপতি বিশু সাহা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বললেন, এই কুক্যাছড়িতে পিছিয়ে থাকা খিয়াং জনগোষ্ঠী সাম্প্রদায়ের খুবিই কম এই রাজস্থলী উপজেলাতে এই পাড়ায় পরিবেশ তাদের ঘর বাড়ি অর্থনৈতিক অবস্থা তাদের জীবনযাপন মান উন্নয়ন শিক্ষা-দীক্ষায় কিছুটাও কম, বিগত দিনগুলোতে অত্র এলাকার জনগোষ্ঠী জেলা পরিষদ চাকরি-বাকরির ক্ষেত্রে সামাজিক উন্নয়ন ক্ষেত্রে সব থেকে এই বঞ্চনা করা বললে শেষ হবে না।
বক্তারা আরো জানান, আমাদের কুক্যাছড়ি গ্রামের, গ্রাম থেকে তিনশত ফুট পাহাড়ের নিচে থেকে পানির টানতে টানতে খুবই ক্লান্ত বোধ হয়। আমরা গ্রামবাসীরা খুবই পানির সংকটে আছি। তাছাড়া মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।।