রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট হতে চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত ওয়াইসিএল (YCL) পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ মে) বেলা ১২টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকাধীন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের রিসিভশান গেইট সংলগ্ন গাড়ী পার্কিং স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সভাপতিত্বে এসময় বিশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী এবং ইয়েস ওয়াল্ড কনসোর্টিয়াম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন।
ওয়াই সি এল, পরিবহন এর কো-অর্ডিনেটর মোহাম্মদ হাছান সিকদার এর সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এসময় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা, রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লিখিত পরিবহন সংস্থার বাসগুলো যাত্রী সেবায় প্রাথমিক ভাবে প্রতিদিন সকাল সাড়ে ৭ টা ও বিকেল সাড়ে টায় কাপ্তাই জেটিঘাট হতে চট্টগ্রাম বহদ্দারহাটের উদ্দেশ্যে গমন করবে এবং বহদ্দারহাট টার্মিনাল হতে একই সময়ে কাপ্তাই এর উদ্দেশ্যে ছেড়ে আসবেন বলে বাস মালিক সমিতির সূত্রে জানা যায়।