কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
শুরুতে আইজেক প্রকল্পের পক্ষ থেকে মোঃ ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, আইজেক প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৫৩৯ জনকে উদ্যোক্তা উন্নয়ন, ২৯২ জনকে লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ১১৬ জনকে ব্র্যান্ডিং সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ১৫টি উঠান বৈঠকের মাধ্যমে পর্যটন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করা হয়েছে এবং ২০ জন নারী উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
আলোচনায় অংশ নেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সলিম উল্লাহ জিহাদী, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন ও স্কাউট লিডার আবদুল মজিদ খাঁন প্রমুখ।
বক্তারা উপজেলার সম্ভাবনাময় পর্যটন গন্তব্য ইসলামপুর খান বীচ, ঈদগাঁও রাবার ড্যাম, ইসলামবাদ গজালিয়া ও পোকখালীর গোমাতলী প্যারাবন নিয়ে আলোচনা করেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করনঃ পরিবেশগত উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।
সভার আহ্বায়ক ইউএনও বিমল চাকমা তাঁর বক্তব্যে বলেন, উপজেলায় পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন সরকারী দপ্তর, বেসরকারী প্রতিষ্ঠানের সাথে স্থানীয় প্রতিনিধিদের সমন্নয় প্রয়োজন। রামু উপজেলার সীমান্তবর্তী ঈদগড়-গজালিয়ায় ইকো ফ্রেন্ডলি রিসোর্ট করা গেলে পর্যটকেরা সেখানে ভিন্নধর্মী পর্যটনের অভিজ্ঞতা পাবেন।
তিনি আইএলও, এনরুট ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে উপজেলার পর্যটন ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি (UTDC) গঠনের ঘোষণা দেন এবং পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও জনগণের মধ্যে সমন্বয় সাধন করার কথা জানান।
সভায় উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম, ডাঃ তৃনা সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী ও অন্যান্য সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।