বুধবার , ৪ জুন ২০২৫ | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে আগুন পুড়ে ছাই হলো গাড়িসহ ২টি দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৭ লক্ষাধিক টাকা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার
জুন ৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে আগুনে পুড়ে ছাই হলো কার গাড়িসহ ২টি দোকান। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (৪ জুন) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারস্থ মাষ্টার রশিদুল আলমের মার্কেটে ঘটে এ অগ্নিকান্ডের ঘটনা। এতে রিফাত মোটরস ও ইভেন্ট পুষ্পালয় নামের দোকান ২ টি সম্পুর্ন পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে রিফাত মোটরসের মালিক ক্ষতিগ্রস্ত নুরুল আমিন ড্রাইভার বলেন, এদিন রাতে তিনি ঘরে ছিলেন। খবর পেয়ে গভীর রাতে দোকানে ছুটে যান। ততক্ষনে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা করে নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রামু ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণ করেন।

তিনি আরো বলেন, মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ব্যবহৃত কার গাড়ি (যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-৫৯৩৩) ঐ সময় দোকানের ভিতর ছিল। সে সাথে মোটর পার্টস, শ্রমিক সংগঠন ও সমবায় সমিতির  কাগজপত্র, ট্রেনিং সেন্টারের যাবতীয় ডকুমেন্ট পুড়ে গেছে। এতে তার অনুমানিক ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এটি পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাকে সর্বস্ব করা হয়েছে বলে দাবী করেন।

অপরদিকে নতুন অফিস ইভেন্ট পুষ্পালয়ের মালিক রমজান মোবারক বলেন, তার দোকান থেকে কিছুই বের করা যায়নি। চোখের পলকেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, ঈদগাঁও থানার এসআই মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন। এসময় বাজার কমিটির সদস্য মনজুর আলম, ইয়াছিন আরফাত জনি, নুরুল আমিন ড্রাইভার ও রমজান মোবারক সাথে ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: