সোমবার , ১৬ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সংবাদপত্রের কালো দিবস পালন করলো কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

আজ ১৬ জুন, সাংবাদিক সমাজের ইতিহাসে একটি স্মরণীয় ও প্রতিবাদী দিন—সংবাদপত্রের কালো দিবস। এই দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫) প্রথমবারের মতো দিবসটি পালন করে সংগঠনের নিজস্ব উদ্যোগে।

দিবসটি উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা আতাহার ইকবাল, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, নবনির্বাচিত প্রচার সম্পাদক ও দৈনিক কক্সবাজার-এর সিনিয়র রিপোর্টার বেদারুল আলম এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল। সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাফর।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), সদস্য দৈনিক সংবাদ এর নিজস্ব প্রতিবেদক জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, সিনিয়র সদস্য আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম. ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি অরোজ ফারুক, দৈনিক হিমছড়ির শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের প্রতিনিধি আবদুল্লাহ খান, এবাদুল্লাহ এবং আরিফুল কবির।

বক্তারা বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার যে কোনো প্রচেষ্টা রুখে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে।” তারা আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সাহসের প্রতীক হয়ে থাকবে এই কালো দিবস।”

আলোচনায় বক্তারা ফ্যাসিবাদমুক্ত সমাজ ও মুক্ত সাংবাদিকতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: