বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন রাজু, সিনিয়র সহ সভাপতি মোঃ নবাব ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মৌ।
বৃক্ষরোপণকালে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত জরুরি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করা উচিত বলে মত দেন তারা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিনব্যাপী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন,
মহালছড়ি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ইয়াছিন বাপ্পী, সদস্য সচিব মোঃ আশ্ররাফুল সাকিব,
ছাত্রদল নেতা জুয়েল দাশ, মোঃ জাহিদুল ইসলাম (জুয়েল), সূর্য মারমা, মোঃ হাবিব, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সোহাগ, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবিন সহ উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন।