টানা ভারী বর্ষণের পর খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহাজন পাড়া এলাকার ভুইত্তা আদামে একটি ভাসমান অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের চোখে পড়ে ঘটনাস্থলের পাশের জলাবদ্ধ অংশে অর্ধগলিত লাশটি। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে মহালছড়ি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের উপস্থিতি লাশ টি উদ্ধার করে মহালছড়ি থানায় আনা হয়।
এ সময় ইউএনও বলেন, আমরা চেঙ্গী নদীর পাশেই একটি অজ্ঞাত লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করি,লাশ সনাক্তকরণে চেষ্টা চলমান রয়েছে মহালছড়ি থানার সহযোগিতায়,আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। সম্ভবত এটি পানিতে ভেসে এসে আটকে থাকতে পারে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি পানছড়ি অথবা খাগড়াছি সদর থেকে চেঙ্গী নদীর অববাহিকায় ভেসে এসে মহালছড়ির ভুইত্তা আদামে এসে আটকে গেছে। মৃত ব্যক্তির পরনে একটি জিন্স প্যান্ট ও সাদা রঙের জামা রয়েছে। দীর্ঘ দিন পানিতে থাকায় শরীরে পচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না। পুলিশ পরিচয় শনাক্তে আশপাশের থানায় তথ্য পাঠিয়েছে এবং এলাকার নিখোঁজ ব্যক্তিদের তালিকা মিলিয়ে দেখছে।
থানা সূত্রে জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।