বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে পরিবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জুলাই ৯, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসা জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ও তার পরিবার। অভিযোগের তীর উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার জামাই মোহাম্মদ আলী ও তার পরিবারের বিরুদ্ধে।

পুরনো বিরোধ ও নতুন উত্তাপ:

আব্দুল কুদ্দুস জানান, “১৯৮০ থেকে ৮৪ সালের মধ্যে আমার দাদার সঙ্গে জমি নিয়ে মামলা চলছিল। পরে ১৯৯১ সালে পারিবারিকভাবে আপোষের মাধ্যমে উভয়পক্ষ নিজেদের মতো করে বসবাস শুরু করি। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর মোহাম্মদ আলী ও তার ভাইবোনেরা দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক সীমানা প্রাচীর দিয়ে জমিটি দখল করে নেয়।”

ভুক্তভোগীদের অভিযোগ, দখলের সময় তাদের বসতঘর ভেঙে ফেলা হয়, আমগাছ কেটে ফেলা হয় এবং একটি ঘরে আগুন লাগিয়ে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। এছাড়া ভয়ভীতি ও হুমকির মাধ্যমে জায়গা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে।

অর্থ ও প্রভাব খাটানোর অভিযোগ:

আব্দুল কুদ্দুসের চাচা বলেন, “জমিটি আমার ছিল, আমি আমার ভাইয়ের কাছে বিক্রি করেছি। এখন মোহাম্মদ আলীরা সেই জমি জোর করে নিতে চাচ্ছে। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যেন আমি বলি, জমি জোর করে দখল করেছে।”

এদিকে, কুদ্দুসের বড় ভাই আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “সাবেক মেম্বার সফর উদ্দীন আমাদের বলেন, যদি ২০ হাজার টাকা দিই, তাহলে ১৯৯১ সালের আপোষ অনুযায়ী সীমানা থাকবে। টাকা না দেওয়ায় তারা আমাদের জমি মেপে নিয়ে গেছে।”

স্থানীয়দের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ:

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, “সফর উদ্দীন মেম্বার আমার মাধ্যমে টাকা চেয়েছিলেন। আমি আপত্তি করলে তিনি আমার গায়ে হাত তুলতে আসেন। পরে বিষয়টি বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়। এটা একটা সুপরিকল্পিত জমি দখলের চেষ্টা।”

অভিযুক্ত সাবেক মেম্বার সফর উদ্দীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। পরে বিএনপি অফিসে বসেই বিষয়টির মীমাংসা হয়েছে।”

অন্যদিকে মোহাম্মদ আলী পাল্টা অভিযোগ করে বলেন, “আমার বাবার কবুলতনামার জমি এক একর ৭৫ শতাংশ। আমরা কেবল আমাদের অংশ বুঝে নিয়েছি। স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। বরং ওরাই আমাদের বসতঘরে আগুন দিয়েছে।”

উত্তেজনা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি:

কুদ্দুসের পরিবার তাদের অভিযোগে দাবি করেছে, মোহাম্মদ আলীরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জবরদখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার মাধ্যমে হয়রানি করছেন।

এ ঘটনায় সোনারগাঁও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয় এবং দখলবাজির মতো ঘটনা আর না ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন

রাজস্থলীতে জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

লংগদুতে আ.লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কাটার দায়ে থানায় অভিযোগ

কাপ্তাইয়ে সরকারি যাকাতের অর্থ বিতরণ 

ফাইনালে মুখোমুখি কেরনছড়ি এবং ধূপ্যাচর

কাউখালীর ঘিলাছড়ি জামিউল উলুম আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন 

জুরাছড়িতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

ডা. রোমেল চাকমার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কাপ্তাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়

error: Content is protected !!
%d bloggers like this: