বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ১০, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জায়গার মতো কাপ্তাই উপজেলায় এই বছর ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। গত জুন মাসে উপজেলার ৫ টি ইউনিয়নে শতাধিক ম্যালেরিয়া রোগী সনাক্ত করা হয়েছে। তাদের অধিকাংশ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে চিকিৎসা নিয়ে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। চলতি জুলাই মাসের ৯ জুলাই পর্যন্ত আরোও ৩১ জন ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়েছে। যারা  ঐসব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১০ জুলাই) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা তাঁর দপ্তরে আরোও জানান,  বিশেষ করে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া, ভাঙামুড়া, পাংখোয়া পাড়া, বিলি পাড়া এবং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুভার্ব বেশী হচ্ছে।

গতবছর এর তুলনায় এই বছর ম্যালেরিয়ার সনাক্তের হার বেশী হচ্ছে। গত বছরের  জুন মাসে যেখানে গড়ে ৭ জন ম্যালেরিয়া রোগী এবং সারা বছরে ১শত ৫ জন রোগীর ম্যালেরিয়া সনাক্ত হলেও এই বছর শুধুমাত্র জুন মাসে হাসপাতালের বেডে ৩১ জন রোগী ম্যালেরিয়া রোগের চিকিৎসা নিয়েছেন। বর্ষা শুরু হবার পর বিভিন্ন এলাকায়  শতাধিক নারী ও পুরুষ ম্যালেরিয়া রোগী আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান।

তিনি আরোও জানান, সরকারি বেসরকারি হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মিলে ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বিত কার্যক্রম পরিচালনা করায় ম্যালেরিয়ায় এই উপজেলায় এখনো কোন রোগী মৃত্যুবরণ করেনি। এই বিষয়ে জনগণকে আরোও বেশী সচেতন হতে হবে, মশারী ব্যবহার করতে হবে   এবং জ্বর হলেই ম্যালেরিয়া পরীক্ষা করাতে হবে। এছাড়া পার্বত্যঞ্চলে ভ্রমনকারী সকলকে ফিরে যাবার পর জ্বর হলে অবশ্যই ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে।

এদিকে হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার প্রমিলা বিশ্বাস বলেন, আজকে (১০ জুলাই) পর্যন্ত ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং গত জুন মাসে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

কথা হয় হাসপাতালের বেডে ম্যালেরিয়া আক্রান্ত রোগী আফছার এর সাথে। তিনি বলেন, আমি কিশোরগঞ্জ হতে কাপ্তাইয়ে তাবলিগ জামাতের চিল্লাই আসার পর জ্বর হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি, বর্তমানে আমি সুস্থ আছি।

এসময় কথা হয় ম্যালেরিয়ার রোগী কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর দেবতাছড়ি হতে আসা জ্যোতিকা চাকমার সাথে। তিনি বলেন, আমার জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। পরীক্ষার পর আমার ম্যালেরিয়া ধরা পড়ে। এখানে ভালো মতো চিকিৎসা সেবা পাচ্ছি ।

এদিকে পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং বলেন, ম্যালেরিয়া হচ্ছে একটি মশা বাহিত রোগ যা অ্যানোফিলিস  মশার মাধ্যমে ছড়ায়। এটি হচ্ছে প্লাজমোডিয়াম নামে একটি পরজীবী রয়েছে যার কারণে এটি হতে পারে। যার কারণে যখন জ্বর হয় তখন সাধারণত মাথা ব্যাথা কাঁপুনি দিয়ে জ্বর অবসাদ হয়। যদিও বর্তমান সময় এখন আরো নানারকম উপসর্গ দেখা দিচ্ছে এখন দেখা যাচ্ছে ডায়রিয়া হওয়া রোগীর ক্ষেত্রেও তারা ম্যালেরিয়া আক্রান্ত। বিশেষ করে পার্বত্য এলাকায় এটি একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে বেশ কয়েক বছর যাবৎ। এটি প্রতিরোধেরও কিছু উপায় রয়েছে। প্রথমত মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে বিশেষ করে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এখন দেখা যায় বিভিন্ন স্থানে সরকারি ভাবে কীটনাশক যুক্ত মশারি বিতরন করা হচ্ছে সেই মশারি গুলো যদি ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয়। জানালা দরজা ভালো ভাবে বন্ধ করতে হবে এক্ষেত্রে জাল ব্যবহার করা যায় তাছাড়া সন্ধ্যা বা রাতে যদি ফুল হাতা হাত -পা ডাকা জামা পরিধান করা যেতে পারে। তাছাড়া মশা তাড়ানোর জন্য লোশন বা কয়েল ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত পরিবেশ পরিচ্ছন্ন রাখা যেন আশেপাশে কোথাো পানি জমে না থাকে ঝোপঝাড় যদি থাকে সেগুলো পরিস্কার করে ফেলতে হবে। অর্থাৎ মশা যেখানে বংশবিস্তার করতে পারে সে সকল এলাকা সমূহ আমাদের ধ্বংস করতে হবে। সচেতনতা বাড়াতে হবে আমাদের বিশেষ করে গ্রামের মানুষদের বুঝাতে হবে যে কিভাবে ম্যালেরিয়া ছড়ায় এর লক্ষণ গুলো কি এর প্রতিরোধ কি এবং সাথে সাথে তারা যেন হাসপাতালে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে স্থানীয় ভাষায় যদি প্রচারণা চালানো যায় তাহলে খুব উপকার হতে পারে। তাছাড়া খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে। যদি কারো কাঁপুনি দিয়ে জ্বর আসে বা অবসাদ লাগে তাহলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে আমরা সহায়ক ব্যবস্থা নিতে পারি। কারণ  ম্যালেরিয়া যেতেতু একটি ঝুঁকিপূর্ণ রোগ সুতরাং আমরা শুধু সরকারিভাবে নয় সরকারি বেসরকারি সম্মিলিতভাবে এটার প্রতিরোধ করতে হবে। লক্ষ রাখতে হবে শিশু গর্ভবতী নারী এবং বৃদ্ধদের ক্ষেত্রে কারণ এদের ক্ষেত্রে ম্যালেরিয়া বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং যারা পাহাড়ের ঝিল বা ঝরনার  আশেপাশে বসবাস করে সেই সব মানুষদের জন্য এটি ঝুঁকিপূর্ণ তাই তাদেরকে একটি কেয়ারফুলি দেখভাল  করতে হবে। আমি শেষে  একটা কথাই বলতে চাই ম্যালেরিয়া একটি প্রতিরোধ যোগ্য রোগ আপনি যদি ব্যক্তিগতভাবে সতর্ক থাকেন এবং আশেপাশের পরিবেশ যদি পরিচ্ছন্ন রাখেন এবং সতর্ক থাকলে ম্যালেরিয়া থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি।

ব্রাক স্বাস্থ্য কর্মসূচী কাপ্তাই উপজেলার সিনিয়র প্রোগাম  অফিসার শম্পা দাশ গুপ্তা বলেন, হঠাৎ করে কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে আমরা এসব এলাকায় উঠান বৈঠক করছি। এছাড়া আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা,  চিকিৎসা সেবা প্রদান এবং মশারী বিতরণ করছি। ম্যালেরিয়া উপদ্রুত এলাকায় ঘরে ঘর

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

রাবিপ্রবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জাতীয় নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা 

রামগড়ে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

খাগড়াছড়িতে পাহাড় ধস ৫ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু

রাইখালী ডলুছড়ি হেডম্যানের মাতৃ বিয়োগ

error: Content is protected !!
%d bloggers like this: