কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই বিপ্লবে নিহত শহিদ নুরুল আমিনের কবর জিয়ারত, বাড়ি পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের গজালিয়া এলাকায় শহিদ পরিবারের সাথে কথা বলে খোঁজখবর নেন তিনি।

এসময় কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পিয়ার, ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান, এনসিপি নেতা তারেকুল রহমান, রহিম চৌধুরী, ছাত্রদল নেতা হাবিব আজাদ, মাহাতির মাহমুদ প্রমুখ সাথে ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সাইফ উদ্দীন শাহিন বলেন, শহিদ নুরুল আমিনের বিষয়ে অনেক তদবির করে মামলা করতে সফল হয়েছি। ভিন্ন জায়গায় শহিদদের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে এটিই প্রথম মামলা। তিনি বলেন, শহিদ নুরুল আমিনের পরিবারের পাশে সকলকে থাকা উচিত। তিনি দেশের কল্যাণে জীবন দিয়েছেন। যে কোন সমস্যায় শহিদ নুরুল আমিনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য যে, শহিদ নুরুল আমিন জুলাই বিপ্লবে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩০ জুলাই গ্রামের এলাকায় তাকে দাফন করা হয়।


















