বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক বৈষম্য ভয়াবহ আকারে দেখা দিয়েছে উল্লেখ করে কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, “এই বাস্তবতায় ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
২৫’ই জুলাই (শুক্রবার) বিকালে হারবাং উচ্চ বিদ্যালয়ের ইনডোরে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আদর্শিক সচেতনতা, নৈতিকতা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে যুবসমাজকে আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব তাদের হাতেই। সুতরাং তাদেরকে কেবল শারীরিক নয়, চিন্তাগতভাবেও প্রস্তুত হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ ও চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দু রহিম নূরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম। ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনায়েদ সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে যুবসমাজকে উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে সহশ্রাধিক যুব উপস্থিত ছিলেন।