কয়েক দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়ির নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পাহাড়ি ঢলের পানি ও ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করে এমন দুর্যোগে চরম বিপাকে পড়েছেন সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণ। বর্ন্যাতদের অনেকেই উপজেলা প্রসাশনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
চেঙ্গীর পানি বেড়ে যাওয়াতে উপজেলার মসজিদ কলোনী, চট্টগ্রাম পাড়া, ব্রীজ পাড়া ও সিলেটি পাড়া সহ অনেক এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে পড়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই এলাকার অনেক বাড়ি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় ৮ টি পরিবারের ২৫ জন এখন পর্যন্ত মহালছড়ি ইসলামিয়া মাদ্রাসায় উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য উপজেলা প্রশাসন ও সেনা জোনের পক্ষ থেকে যাবতীয় খাবার, ঔষধ সহ সকল কিছু দিয়ে যাচ্ছে। সেই সাথে পানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ত্রাণ সহায়তা পৌচ্ছে দিচ্ছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং যে সকল এলাকায় এখনো পৌচ্ছায়নি সেখানে ত্রাণ পৌচ্ছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান জানিয়েছেন , মৌসুমী ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সার্বিক ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে । কন্ট্রোল রুম চালু রয়েছে, কন্ট্রোল রুমের মাধ্যমে উপজেলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করে যাচ্ছি।