খাগড়াছড়ির রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় লেকে মাছের পোনা অবমুক্ত করে টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমানসহ প্রমুখ।
এসময় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।