বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ডাকসু নির্বাচনে লড়াইয়ে পাহাড়ে তিন অগ্নি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( ডাকসু) নির্বাচনে রুপাইয়া শ্রেষ্ঠা, হেমা চাকমা, সুর্মী চাকমা পাহাড় তিন অগ্নি কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিচ্ছেন পাহাড়ের মেয়েরাও। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন তারা। ভোটারদের কাছে ভোট চাইতে নিজেদের শিক্ষাঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যাপক প্রচারণা লক্ষণীয় হয়ে উঠেছে। নির্বাচনে মেয়েদের পাশাপাশি অবতীর্ণ হচ্ছেন পাহাড়ের কয়েক শিক্ষার্থীও। ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রাঙামাটির রাজস্থলী উপজেলার মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের (সেশন : ২০২০-২১) শিক্ষার্থী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মেয়ে হেমা চাকমা এবং কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (সেশন : ২০২১-২২) খাগড়াছড়ি সদরের সুর্মী চাকমা।

রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা : তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার বাবা শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা একজন ব্যবসায়ী বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক। মায়ের নাম ফাহমিদা রুবাইয়া রুমা। পরিবারের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে রুপাইয়া। ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন। রুপাইয়া খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষে রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি। আন্দোলনে অংশ নিতে গিয়ে আমি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলাম।’ হেমা চাকমা : ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পাহাড়ের আরেক সাহসী মেয়ে হেমা চাকমা।

তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমার মেয়ে। তাদের দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে হেমা। তার বড় ভাই অমর প্রিয় চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। হেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের (সেশন : ২০২০-২১) ছাত্রী। তিনি খাগড়াছড়ির পুজগাংমুখ বনশ্রী শিশু নিকেতন (কেজি স্কুল) থেকে প্রাথমিক শিক্ষা এবং পুজগাংমুখ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান।

সুর্মী চাকমা: স্ট্যাটাসে খাগড়াছড়ি সদরের সুর্মী লেখেন, আমি সুর্মী চাকমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু)-২০২৫-এ আমি ‘কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে যেরূপ স্বপ্ন আমি সর্বদা লালন করেছি, তা আমি কোনো দিন বাস্তবে পাইনি। সেই তাড়না থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে আমার কাঙ্ক্ষিত পদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আমার প্রাথমিক কর্মপরিকল্পনা উপস্থাপন করছি।

ক্যাম্পাসে পর্যাপ্ত ক্যাফেটেরিয়া স্থাপন, বিশেষ করে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ এবং মধুর ক্যান্টিন, টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়াসহ বিদ্যমান ক্যাফেটেরিয়াগুলোতে ন্যায্য দামে ভালো মানের খাবার নিশ্চিত করা, প্রত্যেকটি অনুষদে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, লাইব্রেরি ও বিদ্যমান কমনরুমগুলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে বিভিন্ন অনুষদে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুমের ব্যবস্থা করার দাবি থাকার কথা তুলে ধরেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: