রাঙামাটির নানিয়ারচরে মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা হর্টিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা। সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর মৌসুমি ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম হাওলাদার। আয়োজলে মৌসুমী ফল ব্যাবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক মো মাসুমের সঞ্চালনায় রাঙামাটি জেলা পরিষদের সদস্য,দয়াল দাশ,নাইউ প্রু মারমা,প্রতুল চন্দ্র দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো.নুরুজ্জামান, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম, মৌসুমি ফল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো:সেলিমসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।