সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। এতে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রিয়াদ হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মোখলেসুর রহমান, মহালছড়ি জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাফর আলী খান, থানার কর্মকর্তা এসআই মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি টিটু বণিক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

ইউএনও মোঃ আবু রায়হান তার বক্তব্যে বলেন, “শারদীয় দুর্গাপূজা মহালছড়ি উপজেলার সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নিরাপত্তা ও বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণসহ সকল দিক নজরে রাখা হবে।”

অন্য বক্তারাও শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মহালছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন হবে শান্তিপূর্ণ, নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: