কক্সবাজারের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দীর্ঘদিন ধরেই চলমান যানজট এখন নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। এ সমস্যা নিরসনের লক্ষ্যে দুদফে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার-সোমবার ঈদগাহ পাবলিক লাইব্রেরী ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
সভায় ঈদগাঁও বাজারের (জালালাবাদ এরিয়া) যানজট নিরসনের লক্ষ্যে বাঁশঘাটা, হাসপাতাল সড়ক, জালালাবাদ-পোকখালী সড়কে চলাচলরত ইজিবাইক, টমটম, মিনি টমটম, সিএনজি ও অটোরিকশা চালকদের নির্দিষ্টস্থানে পার্কিং, জানযট মুক্ত শৃঙ্খলার মধ্যে চলাচলের অনুরোধ জানান চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
সভায় ইউপি সদস্য নুরুল হুদা, মুজিবুর রহমান, হামিদুল হকসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঈদগাঁও বাজার এলাকায় যানজটের মূল কারণসমূহ চিহ্নিত করা হয়। বাজারে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং, রাস্তার উভয় পাশে দোকানপাট সম্প্রসারণ, হাটের দিনে ভাসমান দোকানের দখল এবং ট্রাক ও পণ্যবাহী যানবাহনের অযথা অবস্থানই যানজটের প্রধান কারণ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।