শনিবার, মার্চ ২৫News That Matters

লংগদুতে টিসিবি পণ্যবিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

শেয়ার করুন:

 

রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে রমজান মাসে জনসাধারণের ন্যায্যমূল্যে পণ্য সরবারাহের জন্য সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়ন যথাক্রমে আটারকছড়া, মাইনীমুখ, কালাপাকুজ্জা, বগাচতর, গুলশাখালী ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে ১২ হাজার ২০টি কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে টিসিবি পণ্য সরবরাহ দেয়া হয়েছে।

এসব টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন। সাথে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইন-চার্জ আরিফুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউ রহমান, ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ট্যাগটিমের সদস্যবৃন্দ ও আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও মাইনুল আবেদীন জানায়, মঙ্গলবার থেকে বাকী আরো দুটি লংগদু সদর ও ভাসাইন্যাদম ইউনিয়নে টিসিবি পণ্য সরবরাহ দেয়া হবে। পণ্য বিতরণে কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *