খাগড়াছড়িতে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি প্রতিরোধে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও ঠিকাদারদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী। “অবৈধ চাঁদা বন্ধে সহযোগিতা চায় নিরাপত্তা বাহিনী”।
আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অডিটিরিয়াম হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি পরিবহন সমিতি, হোটেল-মোটেল, রিসোর্ট-কর্টেজ, ব্যবসায়ী ঠিকাদার ও বাজার কমিটিসহ বিভিন্ন প্রর্যায়ের প্রতিনিধি।
জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চাকরিজীবী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের কাছ থেকে সশস্ত্র সংগঠন গুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠছে খাগড়াছড়ি শহর। নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করার সুযোগ দেওয়া হবে না। যেখানেই অস্ত্রধারী পাওয়া যাবে তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের আট মাইল, নয় মাইল ও শুকানা ছড়া এলাকায় সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি বন্ধের দাবী তুলা হয়।


















