কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপহার বিনিময় এর মধ্য দিয়ে কাপ্তাই সেনা জোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত হলো ক্লাস পার্টি। এতে নার্সারী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৩৭৪জন শিক্ষার্থী অংশ নেন।
রোববার (২৩নভেম্বর)সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কাপ্তাই সেনা জোনের শহীদ সিপাহী আফজাল হলে অভিভাবক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ৫৫পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়।
স্কুলের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন কাপ্তাই জোনের অধিনায়ক এর সহধর্মিণী মৌসুমী ইসলাম। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোন কমান্ডার লেঃকর্ণেল মো.নাজমুল কাদির শুভ পিএসসি।
অনুষ্ঠানে জোনের উপ অধিনায়ক মেজর জিয়া, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


















