দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এর পক্ষ থেকে কানাইমাদারী হযরত মামুন খলিফা এতিম ও হেফজখানা, কানাইমাদারী জয়নুল উলুম মাদ্রসা, দারুল উলুম হেমায়তুল ইসলাম মাদ্রসা শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ম্যানেজার আবুল ফয়েজ , বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন মেম্বার ,বরকল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো: বেলাল মেম্বার , নিদাগের পাড়া জায়নুল উলূম মাদ্রাসা’র সুপার মাওলানা তাজুল ইসলাম, নিদাগের পাড়া পুরাতন মসজিদ এর খতিব মুজিবুর রহমান, হেমায়তুল ইসলাম হেফজখানা, ও এতিমখানা সুপার মো: মহিম, মাওলানা এমদাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এলাকার বেকার সমস্যা সমাধান, গরীবের মেয়ে বিয়েতে সহযোগিতা, মসজিদ-মাদ্রসায় নির্মাণে সহযোগিতা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে , মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর এমন মানবিক কাজ আরো অব্যাহত থাকুন এটাই কামনা করেন।


















