পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে উন্নয়ন অগ্রগতি, সুশাসন, জনসেবা ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।
সভায় রামগড়ের উন্নয়ন, সমস্যা ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক, আসন্ন নির্বাচন, শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হয়। এসময় সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং রামগড়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “এ জেলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যাশা ও প্রয়োজন দাবীগুলোকে সামনে রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি উন্নত, নিরাপদ ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চাই।”
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন এবং খাগড়াছড়ি জেলার একমাত্র জুলাই যোদ্ধা রামগড়ের শহীদ মজিদ হোসেনের কবরে শ্রন্ধা নিবেদন ও তার কবর জিয়ারত করেন।


















