জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষা অফিসার ক্যাটাগরিতে রাঙামাটির কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসে কর্মরত সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ অর্জন করায় এবং গত ২৭ জুন ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক পুরস্কার গ্রহণ করায় আশীষ কুমার আচার্য্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় তাঁর হাতে অতিথি এবং শিক্ষকরা ক্রেস্ট তুলে দেন।
সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই প্রাথমিক শিক্ষা পরিবার এই সংবর্ধনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার এর সভাপতিত্বে বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে এবং তম্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাইনু মারমার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।