বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে গণসমাবেশ

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান জানিয়েছেন চুক্তির – ২৮ বছর পূর্তিতে গণসমাবেশ বক্তারা।

মঙ্গলবার (২ রা ডিসেম্বর) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এগুয়াছুই মাঠে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা’র (সাবেক মেম্বার) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)।

আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংহতি সমিতি বিলাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  বীরোত্তম তঞ্চঙ্গ্যা, যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটি’র সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি জিকু চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের থানা কমিটির সভাপতি নিকেল চাকমা, ফারুয়া ইউনিয়ন হেডম্যান ও কার্বারী সমিতির সভাপতি নির্মল তঞ্চঙ্গ্য ও পাড়ার হেডম্যান  সমূল্য তঞ্চঙ্গ্যা এবং  টনি বম।

এছাড়াও উপস্থিত ছিলেন  মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যা, কালতি তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্জয় তঞ্চঙ্গ্যা, অনচন্দ্র ত্রিপুরা, সুমন কান্তি তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান,২ উজ্জ্বল হেডম্যান, ভরতচন্দ্র তঞ্চঙ্গ্যা, সতেজ তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যা। সঞ্চালনায় আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা।

বক্তারা বলেন – চুক্তি বাস্তবায়নে ২৮ বছর অনেক সময় হয়ে  গেছে। কোনো সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে আন্তরিক নয়। এই চুক্তি পার্বত্য আদিবাসীদের একটি সনদ। যতই বাধা আসুক। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এ-ই চুক্তি বাস্তবায়ন করা হবে। বক্তারা আরও বলেন, দুদুক ছড়া হতে ঘুনধুম পর্যন্ত সকল যুব সমাজকে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। শেখ মুজিব জুম্ম জাতির সঙ্গে বেইমানি করেছে। সে জন্য আর কোনো সরকারকে বিশ্বাস করা যায় না। আমাদের সংস্কৃতি ভাষা টিকে থাকতে রাখতে হলে লড়াই চালিয়ে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি করতে যেমনি বাধ্য করা হয়েছে, তেমনি আন্দোলনের মধ্য দিয়েও চুক্তি বাস্তবায়ন করে ছেড়ে দেওয়া হবে । প্রয়োজনে  যেকোন আন্দোলনে যেতে প্রস্তুত ! তা-ই ডাক আসলে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

সমাবেশে ফারুয়া ইউনিয়নে প্রত্যেক পাড়া হতে হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি তাদের জনগণ নিয়ে মিছিল নিয়ে গণসমাবেশে যোগ দেন। যোগ দেন বড়থলি ইউনিয়ন হতেও। সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং সুশীল সমাজের মানুষেরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে ঝাড়ুফুল 

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

কাপ্তাইয়ে  ঝুঁকিপূর্ণস্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ উপজেলা প্রশাসনের

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ 

বাঘাইছড়ির বাজার দর ঠিক রাখতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

দীঘিনালায় বিজয় দিবসে ৭ বিজিবির চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 

বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমার এসএসসি পাশ

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

বিলাইছড়িতে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ডিজিটাল ল্যাব 

কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে ইউএনও

error: Content is protected !!
%d bloggers like this: