পার্বত্যঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ বছর পূর্তি এবং হাসপাতাল দিবস উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) হতে দুই দিনব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
এদিন সন্ধ্যা ৭টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়ামে চিকিৎসক, নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এই অঞ্চলের জন্য একটি ঐতিহ্য। এখানকার স্বাস্থ্য সেবার মান উচুঁমানের। প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র লোকজন এখানে এসে বছরের পর বছর ধরে সেবা গ্রহন করে আসছেন। এই হাসপাতাল আমাদের জন্য আর্শীবাদ।
হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা বিলিয়ম এ সাংমার সঞ্চালনায় এসময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার বক্তব্য রাখেন। পরে হাসপাতাল দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত: চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির (BMS) পক্ষ থেকে ডা. জি. ও. টেইলর (Dr. G. O. Taylor) একটি ছোট ডিসপেনসারি বা অস্থায়ী হাসপাতাল হিসেবে এটি শুরু করেন এবং পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়।


















